যীশু’র গল্পের মূল কাহিনী
যীশু’র গল্পের মূল কাহিনী-দেখুন
পৃষ্ঠাটি দেখেছেন
অনেকেই প্রার্থনা করেছেন
আপনি যদি পরিত্রাণের এই প্রার্থনা করে থাকেন, তবে আপনি এখন ঈশ্বরের একজন সন্তান।
“কারণ তুমি যদি ‘মুখে’ যীশু’কে প্রভু বলে স্বীকার কর, এবং ‘হৃদয়ে’ বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁহাকে মৃতগণের মধ্য থেকে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাবে।” রোমীয় ১০:৯
আপনার পরিত্রাণের জন্য আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রার্থনা করতে পারেন।:
হে ঈশ্বর,
আমি স্বীকার করি যে, যীশুই প্রভু। আর আমি বিশ্বাস করি যে তিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মেছিলেন, আমার পাপ হেতু ক্রুশে হত হয়েছিলেন, আর তৃতীয় দিনে মৃত্য থেকে জীবিত হয়েছিলেন। এই মূহুর্তে, তাই স্বীকার করি যে আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, আর সেই পাপ মুক্তির জন্য আমি নিজে কিছুই করতে পারি না। আমি তোমার ক্ষমা যাঞ্চা করি, আর কেবল যীশুতেই আমার বিশ্বাস স্থাপন করি। আমি বিশ্বাস করি যে আমি এখন তোমার সন্তান, আর অনন্তকাল ধরে তোমার সঙ্গে থাকব। আমাকে প্রতিদিন তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দেও। আমার সমস্ত মন, প্রাণ, হৃদয় দিয়ে তোমাকে, এবং অন্যদের, আমার নিজের মতো করে প্রেম করতে সাহায্য কর। তোমার পুত্র যীশুর রক্তের গুণে আমাকে পরিত্রাণ দেবার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা যীশু খ্রীষ্টের নামে চাই। আমেন।